Header Ads Widget


জীবনীশক্তি কি?





জীবনীশক্তি হল এক অতিন্দ্রিয় প্রাকৃতিক শক্তি, যার অদৃশ্য প্রভাবে আমাদের জৈব দেহ পরিচালিত হয়।
অর্গানন অফ মেডিসিনের একাদশ অনুচ্ছেদে ডাক্তার হ্যানিম্যান লেখেন আমরা যখন অসুস্থ হইয়া পড়ি তখন ব্যাধি রূপ কোন স্থূল বস্তুর দ্বারা আমাদের স্থূল দেহ আক্রান্ত হইয়া পড়ে না, পরন্তু আমাদের মধ্যে যে জীবনীশক্তি অদৃশ্য ভাবে কার্য করিতেছে, তাহাই ব্যাধি রূপ কোন অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হয়।

 চিকিৎসা জগতে ইহা এক নতুন কথা। কারণ হ্যানিম্যানের পূর্বে লোকে জানিত- "শরীরং ব্যাধি মন্দিরং"। হ্যানিম্যানই বলিলেন ব্যাধির সহিত শরীরের কোন প্রত্যক্ষ সম্বন্ধ নাই- ব্যাধি কোন স্থূল বস্তু নহে- তাহা অতি সূক্ষ্ম- তাহা শক্তি বিশেষ এবং শক্তি বিশেষ বলিয়াই তাহা আমাদের সুক্ষ জীবনী শক্তিকেই আক্রমণ করে। কিন্তু জীবনী শক্তির সহিত দেহের ঘনিষ্ঠ সম্বন্ধে রহিয়াছে বলিয়াই তাহার আক্রমণের সকল কথা দেহের মধ্য দিয়া ব্যক্ত হইতে থাকে।
যদিও হ্যানিম্যান বলিয়াছেন- চিকিৎসাশাস্ত্রে পারদর্শিতা লাভ করিতে হইলে যদিও পদার্থবিদ্যা, প্রাকৃত বিজ্ঞান, জীবদেহ এবং জীবদেহের যাবতীয় কার্যকারণ সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন কখনো উপেক্ষার বস্তু হইতে পারে না ইত্যাদি। কিন্তু রোগ এবং রোগের চিকিৎসা কল্পে তিনি মুখ্যত জীবনশক্তিকেই গণ্য করিয়াছেন। 
এমনকি হোমিওপ্যাথির মূলকথা Similibus curenturও একান্ত ভাবে নির্ভর করে তারি উপর। এবং সেই জন্যই ডায়নামাইজেশন শক্তি করন। কারণ সূক্ষ্ম জীবনীশক্তি এবং তাহার প্রতিপক্ষ সূক্ষ্মরোগ শক্তির সহিত মিলিয়া মিশিয়া কাজ করতে হইলে ঔষধ ও সুক্ষ শক্তিতে পরিণত হওয়া চাই। অতএব যে জীবনীশক্তি বা জৈব প্রকৃতি হোমিওপ্যাথির ভিত্তি স্বরূপ তাহার পরিচয় প্রসঙ্গে হ্যানিম্যান বলিয়াছেন-

Post a Comment

0 Comments