Header Ads Widget


দাতের রোগঃ পায়োরিয়া (PYORRHOEA)- কারন লক্ষণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা




মাড়ির রোগ (GUM DISEASE) বা পেরিওডেন্টাল ডিজিজ (PERIODONTAL DISEASE) হলে মাড়ি থেকে সামান্য আঘাতে রক্ত বেরিয়ে আসে। সাধারণত দাত ব্রাশ করতে গিয়ে সামান্য আঘাতে মাড়ি থেকে রক্ত বের হয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে এক সময় মাড়ি থেকে রক্তের সাথে পূজ বের হতে থাকে। তখন এই রোগটিকে পায়োরিয়া বলা হয়।

পায়োরিয়ার কারন ( CAUSES OF PYORRHOEA)

  • দাত ও মাড়ি অপরিষ্কার থাকা।
  • মুখ গহ্বর দিয়ে শ্বাস-প্রশ্বাস গ্রহন করা।
  • আহারের পর ভাল করে কুল্লি না করা।
  • খাবারের টুকরো দাঁতের ফাঁকে আটকে পচে যায় এবং মাড়ির প্রান্তে প্রদাহ সৃষ্টি করে।
  • জীবানু সংক্রমণ হতে পারে।

পায়োরিয়ার লক্ষণ ( SYMPTOMS OF PYORRHOEA)

  • মাড়ির প্রদাহ ( INFLAMMATION OF THE GUM)
  • মাড়িতে ফোড়া হতে পারে  ( ABSCESSES)
  • দাঁত ও মাড়ির সংযোগ স্থলে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় (MOUTH ULCERS)
  • মাড়ি হতে সহজে রক্তপাত হয় ( BLEEDING)
  • দাঁতের গোড়া আলগা হয়ে যায় (LOOSENING OF TEETH)
  • মাড়িতে গর্তের সৃষ্টি হয় ( GUM POCKETS)
  • সামান্য চাপ দিলে মাড়ি হতে পূঁজ বা পূঁজরক্ত বের হয় ( PUS DISCHARGE FROM POCKETS)
  • মুখ হতে দূর্গন্ধ যুক্ত প্রচুর লালা নির্গত হয়
  • কোন কোন ক্ষেত্রে সিফিলিস রোগের ইতিহাস পাওয়া যায়
  • এছাড়া জীবানু সংক্রমণে এই রোগ হতে পারে ( BACTERIAL INFECTION)
  • মূখের ভিতরে হাড়ের ক্ষয় হতে পারে ( BONE REOSION)


 হোমিওপ্যাথিক চিকিৎসা (HOMEOPATHIC TREATMENT)

লক্ষণ সাদৃশ্যে নিন্মলিখিত ঔষধ গুলি প্রায়ই নির্দেশিত হয়-

কার্বভেজ (CARBO VEG): নির্দেশক লক্ষণাবলী

  • চিবাতে গেলে দাঁতের স্পর্শে ব্যাথা হয়।
  • দাঁতের মাড়ি শিথিল, সহজেই রক্ত পড়ে।
  • মাড়িতে পূঁজ হয়।
  • পারদ জাতীয় ঔষধের অপব্যবহার।
  • পিয়োরিয়ায় ইহা বিশেষ উপকারী।

হিপার সালফ (HEPER SULPH): নির্দেশক লক্ষণাবলী

  • দন্তমাড়ি খুবই স্পর্শকাতর।
  • দাঁতের গোড়ায় নালীক্ষত।
  • রক্ত মিশ্রিত পূঁজ নির্গত হয়।
  • দাতের গোড়ায় প্রচন্ড বেদনা হয়।
  • যন্ত্রনায় রোগী অস্থির হয়।
  • রোগী ভীষন শীত কাতর হয়।
 

নাইট্রিক এসিড (NITRIC ACID): নির্দেশক লক্ষণাবলী

  • মাড়ি হতে রক্তপাত।
  • গালে ভীষন দূর্গন্ধ।
  • শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সংযোগ স্থল ফেটে যায়।
  • আক্রান্ত স্থানে কাঠি ফোটানো বাদনা।
  • রোগী ভীষন শীত কাতর হয়।
  • গালের ভিতরে ঘা হয়।

মার্কসল (MERC SOL): নির্দেশক লক্ষণাবলী

  • দাঁত ও মাড়ির রোগে প্রায়ই নির্দেশিত হয়।
  • দাতে পোকা ও দন্ত ক্ষয়।
  • মুখে প্রচুর লালা ক্ষরন হয়।
  • মাড়ি ফুলে ওঠে।
  • দাঁতের বেদনায় কান গলা ও গ্রন্থি ফুলে যায়।
  • গরম পানিতে সামান্য উপশম হয়।
  • রাত্রে দৃদ্ধি পায়।

Post a Comment

2 Comments

  1. পায়োরিয়া রোগের সব গোলো লক্ষন আমার দাতে আছে।এখন এর ভালো চিগিৎস্যা কি?কি কিঔষধ সেবন করব। জানালে উপকৃত হব।

    ReplyDelete
  2. দাঁতের নীচে ছোট্ট একটি সিস্ট রয়েছে । এর জন্য কোন্ ঔষধ সেবন করা ভালো হবে ।

    ReplyDelete