মাড়ির রোগ (GUM DISEASE) বা পেরিওডেন্টাল ডিজিজ (PERIODONTAL DISEASE) হলে মাড়ি থেকে সামান্য আঘাতে রক্ত বেরিয়ে আসে। সাধারণত দাত ব্রাশ করতে গিয়ে সামান্য আঘাতে মাড়ি থেকে রক্ত বের হয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে এক সময় মাড়ি থেকে রক্তের সাথে পূজ বের হতে থাকে। তখন এই রোগটিকে পায়োরিয়া বলা হয়।
পায়োরিয়ার কারন ( CAUSES OF PYORRHOEA)
- দাত ও মাড়ি অপরিষ্কার থাকা।
- মুখ গহ্বর দিয়ে শ্বাস-প্রশ্বাস গ্রহন করা।
- আহারের পর ভাল করে কুল্লি না করা।
- খাবারের টুকরো দাঁতের ফাঁকে আটকে পচে যায় এবং মাড়ির প্রান্তে প্রদাহ সৃষ্টি করে।
- জীবানু সংক্রমণ হতে পারে।
পায়োরিয়ার লক্ষণ ( SYMPTOMS OF PYORRHOEA)
- মাড়ির প্রদাহ ( INFLAMMATION OF THE GUM)
- মাড়িতে ফোড়া হতে পারে ( ABSCESSES)
- দাঁত ও মাড়ির সংযোগ স্থলে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় (MOUTH ULCERS)
- মাড়ি হতে সহজে রক্তপাত হয় ( BLEEDING)
- দাঁতের গোড়া আলগা হয়ে যায় (LOOSENING OF TEETH)
- মাড়িতে গর্তের সৃষ্টি হয় ( GUM POCKETS)
- সামান্য চাপ দিলে মাড়ি হতে পূঁজ বা পূঁজরক্ত বের হয় ( PUS DISCHARGE FROM POCKETS)
- মুখ হতে দূর্গন্ধ যুক্ত প্রচুর লালা নির্গত হয়
- কোন কোন ক্ষেত্রে সিফিলিস রোগের ইতিহাস পাওয়া যায়
- এছাড়া জীবানু সংক্রমণে এই রোগ হতে পারে ( BACTERIAL INFECTION)
- মূখের ভিতরে হাড়ের ক্ষয় হতে পারে ( BONE REOSION)
হোমিওপ্যাথিক চিকিৎসা (HOMEOPATHIC TREATMENT)
লক্ষণ সাদৃশ্যে নিন্মলিখিত ঔষধ গুলি প্রায়ই নির্দেশিত হয়-
কার্বভেজ (CARBO VEG): নির্দেশক লক্ষণাবলী
- চিবাতে গেলে দাঁতের স্পর্শে ব্যাথা হয়।
- দাঁতের মাড়ি শিথিল, সহজেই রক্ত পড়ে।
- মাড়িতে পূঁজ হয়।
- পারদ জাতীয় ঔষধের অপব্যবহার।
- পিয়োরিয়ায় ইহা বিশেষ উপকারী।
হিপার সালফ (HEPER SULPH): নির্দেশক লক্ষণাবলী
- দন্তমাড়ি খুবই স্পর্শকাতর।
- দাঁতের গোড়ায় নালীক্ষত।
- রক্ত মিশ্রিত পূঁজ নির্গত হয়।
- দাতের গোড়ায় প্রচন্ড বেদনা হয়।
- যন্ত্রনায় রোগী অস্থির হয়।
- রোগী ভীষন শীত কাতর হয়।
নাইট্রিক এসিড (NITRIC ACID): নির্দেশক লক্ষণাবলী
- মাড়ি হতে রক্তপাত।
- গালে ভীষন দূর্গন্ধ।
- শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সংযোগ স্থল ফেটে যায়।
- আক্রান্ত স্থানে কাঠি ফোটানো বাদনা।
- রোগী ভীষন শীত কাতর হয়।
- গালের ভিতরে ঘা হয়।
মার্কসল (MERC SOL): নির্দেশক লক্ষণাবলী
- দাঁত ও মাড়ির রোগে প্রায়ই নির্দেশিত হয়।
- দাতে পোকা ও দন্ত ক্ষয়।
- মুখে প্রচুর লালা ক্ষরন হয়।
- মাড়ি ফুলে ওঠে।
- দাঁতের বেদনায় কান গলা ও গ্রন্থি ফুলে যায়।
- গরম পানিতে সামান্য উপশম হয়।
- রাত্রে দৃদ্ধি পায়।
.png)
2 Comments
পায়োরিয়া রোগের সব গোলো লক্ষন আমার দাতে আছে।এখন এর ভালো চিগিৎস্যা কি?কি কিঔষধ সেবন করব। জানালে উপকৃত হব।
ReplyDeleteদাঁতের নীচে ছোট্ট একটি সিস্ট রয়েছে । এর জন্য কোন্ ঔষধ সেবন করা ভালো হবে ।
ReplyDelete