সংজ্ঞা (DIFINITION)
মূত্র নিঃসরণ অসম্পূর্ণ এবং শেষ পর্যন্ত মূত্র ত্যাগে সম্পূর্ণ অসমর্থ হওয়াকে মূত্রনালীর সংকোচন বলে।
কারন (AETIOLOGY)
হোমিওপ্যাথিক চিকিৎসা (HOMEOPATHIC TREATMENT)
হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। লক্ষণ সাদৃশ্যে নিন্মোক্ত ঔষধ গুলি মূত্রনালীর সংকোচন রোগে ব্যবহৃত হয়-
মূত্র নিঃসরণ অসম্পূর্ণ এবং শেষ পর্যন্ত মূত্র ত্যাগে সম্পূর্ণ অসমর্থ হওয়াকে মূত্রনালীর সংকোচন বলে।
কারন (AETIOLOGY)
- যৌন বাহিত রোগ- গনোরিয়া
- অতিরিক্ত মদ্যপান, উত্তেজক গরম মশলা যুক্ত খাদ্য- পানাহার
- মূত্রনালীতে মূত্র পাথরী আটকে যাওয়া
- অত্যধিক ইন্দ্রিয়চালনা
- অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে এই জাতীয় রোগ হতে পারে।
- পেলভিক ফ্রাকচার
- ক্যাথিটার প্রবেশ করানো
- রেডিয়েশন করা
- বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া
- মূত্রনালীতে টিউমার। ইত্যাদি।
- প্রস্রাবের গতি কমে যায়
- প্রস্রাবের পরিমাণ কমে যায়
- ঘন ঘন প্রস্রাবের চাপ লাগে
- প্রস্রাব শেষ হওয়ার পরও মনে হয় কিছু প্রস্রাব থেকে গেল
- প্রস্রাবের সময় জ্বালা ব্যাথা হয়
- প্রস্রাবের চাপ ধরে রাখা যায় ন
- তলপেট ও বস্তি প্রদেশে ব্যাথা হয়
- প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত বা বীর্য দেখা দেয়
- প্রস্রাবের রং কালো হয়ে যায়
- মূত্রাবোরধ
- Reviewing symptoms and medical history
- Physical examination
- Blood for RME
- Cystoscopy
- Tests for chlamydia and gonorrohea
হোমিওপ্যাথিক চিকিৎসা (HOMEOPATHIC TREATMENT)
হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। লক্ষণ সাদৃশ্যে নিন্মোক্ত ঔষধ গুলি মূত্রনালীর সংকোচন রোগে ব্যবহৃত হয়-
- লাইকোপডিয়াম
- মেডোরিনাম
- সিফিলিনাম
- ব্যাসিলিনাম
- থুজা
- ক্যান্থারিস। ইত্যাদি
.png)

0 Comments