Header Ads Widget


মূত্রনালীর সংকোচন(Stricture of Urethra)- কারণ, লক্ষণ ও তাঁর হোমিওপ্যাথিক চিকিৎসা



 সংজ্ঞা (DIFINITION)
মূত্র নিঃসরণ অসম্পূর্ণ  এবং শেষ পর্যন্ত  মূত্র ত্যাগে সম্পূর্ণ  অসমর্থ  হওয়াকে মূত্রনালীর সংকোচন বলে।

কারন (AETIOLOGY)
  • যৌন বাহিত রোগ- গনোরিয়া
  • অতিরিক্ত মদ্যপান, উত্তেজক গরম মশলা যুক্ত খাদ্য- পানাহার
  • মূত্রনালীতে মূত্র পাথরী আটকে যাওয়া
  • অত্যধিক ইন্দ্রিয়চালনা
  • অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে এই জাতীয় রোগ হতে পারে।
  •  পেলভিক ফ্রাকচার
  • ক্যাথিটার প্রবেশ করানো
  • রেডিয়েশন করা
  • বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া
  • মূত্রনালীতে টিউমার। ইত্যাদি।
লক্ষণ (SYMPTOM)
  •  প্রস্রাবের গতি কমে যায়
  • প্রস্রাবের পরিমাণ কমে যায়
  • ঘন ঘন প্রস্রাবের চাপ লাগে
  • প্রস্রাব শেষ হওয়ার পরও মনে হয় কিছু প্রস্রাব থেকে গেল
  • প্রস্রাবের সময় জ্বালা ব্যাথা হয়
  • প্রস্রাবের চাপ ধরে রাখা যায় ন
  • তলপেট ও বস্তি প্রদেশে ব্যাথা হয়
  • প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত বা বীর্য দেখা দেয়
  • প্রস্রাবের রং কালো হয়ে যায়
  • মূত্রাবোরধ
রোগ নির্ণয় (DIAGNOSIS)
  •  Reviewing symptoms and medical history
  • Physical examination
  • Blood for RME
  • Cystoscopy
  • Tests for chlamydia and gonorrohea

 হোমিওপ্যাথিক চিকিৎসা (HOMEOPATHIC TREATMENT)

 হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। লক্ষণ সাদৃশ্যে নিন্মোক্ত ঔষধ গুলি মূত্রনালীর সংকোচন রোগে ব্যবহৃত হয়-
  • লাইকোপডিয়াম
  • মেডোরিনাম
  • সিফিলিনাম
  • ব্যাসিলিনাম
  • থুজা
  • ক্যান্থারিস। ইত্যাদি
















































































Post a Comment

0 Comments