শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের গোড়ালীর ত্বক অনেক বেশী শক্ত। শীতে ত্বকের শুষ্কতা ও ধুলাবালির গোড়ালী আরও বেশী শক্ত হয়ে পড়ে। এ থেকেই শুরু হয় পা ফাটার সমস্যা। পা ফাটা(Cracked heels) কেবল একটি সাধারন সমস্যা নয়। এ থেকে গুরুতর শারীরিক সমস্যাও হতে পারে।পায়ের তলায় গোড়ালীর বাইরের দিকের চামড়া শুষ্ক ও শক্ত হলে ও চামড়া উঠতে থাকলে পা ফাটে। অনেক সময় এত গভীর ফাটল হয় যে ব্যাথা করে বা রক্ত বের হয়। বিশেষত শীতকালে এ সমস্যা প্রকট হয়। নিন্মে ইহার কারন, লক্ষণ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিদ্ধৃত হলঃ---
পা ফাটর কারন(Causes of Cracked Heel)
নিন্মক্ত কারন গুলি প্রধানঃ
- শুষ্ক জলবায়ুযুক্ত স্থানে বসবাস (Cold winter weather)
- স্থুলতা বা মুটিয়ে যাওয়া (Excess weight)
- খালি পায়ে দীর্ঘক্ষন হাটা
- গোড়ালী খোলা জুতা পরা
- কিডনী সমস্যা (Kidney disease)
- থাইর্যেড সমস্যা (Thyroid disease)
- ভিটামিনের অভাব (Vitamin deficiency)
- ডায়াবেটিস (Diabetes)
- খনিজের অভাব
- বংশগত (Genetics)
- নিষ্ক্রিয় ঘর্মগ্রন্থি
- দীর্ঘ সময় ধুলা ময়লায় কাজ।
পা ফাটার লক্ষণ সমূহ(Symptoms of cracked heel)
- পায়ের গোড়ালীর চারপাশের চামড়া শুষ্ক হয়ে যায়।
- চামড়া পুরু শক্ত ও রুক্ষ হয়ে যায়।
- শুষ্কতর কারনে পা চুলকায়।
- গোড়ালীর চামড়া ফাটা ভাব হয়।
- ছোট ছোট চামড়ার টুকরা উঠে আসে।
- পা ফাটা গভীর হলে প্রদাহ দেখা দিতে পারে'
- খুব ব্যাথা হয়, হাটতে কষ্ট হয়।
- অনেক সময় পা ফেটে রক্তপাত হয়।
হোমিওপ্যাথিক চিকিৎসা(Homeopathic Treatment)
হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। লক্ষণ সাদৃশ্যে নিন্মক্ত ঔষধ গুলো প্রধানঃ-
পেট্রলিয়াম(Petroleum): নির্দেশক লক্ষণাবলী-
- শীতের দিনে ভীষন ভাবে হাত-পা ফাটা।
- ফাটা অনেক গভীর ও রক্তপাত হয়।
- ফাটা স্থান খুব ব্যাথা হয় ও চুলকায়
- পদতলে প্রচুর দূর্গন্ধ যুক্ত ঘাম হয়।
- শীত কালে চর্মপীড়ার বৃদ্ধি।
- পেট্রলের ধোয়ার গন্ধ ভাল লাগে।
- শীতকালীন পা ফাটার একটি চমৎকার ঔষধ পেট্রলিয়াম
গ্রাফাইটিস( Graphitis): নির্দেশক লক্ষণাবলী-
- ধাতুগত বৈশিষ্ট হল- মোটা চটা ফাটা (Fair, Flabby, Fatty)
- পায়ের গোড়ালী ফেটে যায়।
- চটচটে আঠালো রস নির্গত হয়।
- শরীরে ঘাম কম।
- ফেটে যাওয়া জায়গা চুলকায় ও ব্যাথা হয়।
- শীতকালে রোগ লক্ষণ বাড়ে।
সালফার( Sulfur): নির্দেশক লক্ষণাবলী-
- গাত্র চর্ম নোংরা ও অপরিচ্ছন্ন।
- হাত পা ও মাথার তালু ব্জালা।
- চর্মরোগ প্রবন শরীর।
- গোসলে রোগ লক্ষণ বাড়ে।
- পায়ের ফাটা জায়গা খুব চুলকায়।
- অনেক সময় রক্তপাত হয়।
- রোগী গরম কাতর।
.png)

0 Comments