Header Ads Widget


মূত্রনালীর প্রদাহ (URETHRITIS) কারণ, লক্ষণ ও ত্তার হোমিওপ্যাথিক চিকিৎসা




সংজ্ঞা (DEFINITION)

কোন কারনে মূত্রনালীর প্রদাহ, হেজে যাওয়া, পূঁজ পড়া অবস্থাকে ইউরেথ্রাইটিস বা মূত্রনালীর প্রদাহ বলে।

কারণ (AETIOLOGY)

  • মূত্রনালীতে গনোকক্কাস নামক জীবানুর সংক্রমন
  • বারবার ক্যাথিটার প্রয়োগ করে প্রস্রাব করানো
  • মূত্রনালীতে পাথরী নির্গমন 
  • গনোরিয়া
  • সিফিলিস

লক্ষণ (SIGNS AND SYMPTOMS)

  • মূত্রনালিতে ক্ষত ও বেদনা বোধ
  • মূত্র ত্যাগের সময় ভয়ানক জ্বালাপোড়া
  • প্রস্রাবের সঙ্গে পূঁজ-রক্ত পড়া
  • মূত্রনালীর মুখে কুটকুট করে ও চুলকায়
  • ঘনঘন প্রস্রাবের বেগ , কিন্তু সামান্যই প্রস্রাব হয়
  • প্রদাহ বৃদ্ধির সাথে মূত্রনালীর মেমব্রেন স্ফীত হতে থাকে
  • ফলে প্রস্রাব কালে আরো বেশী যন্ত্রনা হয়
  • মূত্র ৪/৫ ধারায়বিভক্ত হয়ে পড়ে
  • লিঙ্গ শক্ত হয় ও বেঁকে যায়
  • অন্ডকোষ ও মূত্রথলির প্রদাহ হয়

রোগনির্নয় ও পরীক্ষা (DIAGNOSIS AND INVESTIGATION)

  • গনোরিয়া ও সিফিলিসের ইতিহাস পাওয়া যায়
  • স্থানিক লক্ষণ- মূত্রনালী থেকে পূঁজ পড়ে
  • Smear Examination of pus from urethra , prostate, seminal vesicles in the male and Bartholins glands, vagina and cervix in the female.
  • Culture of pus
  • R/E for Blood

 হোমিওপ্যাথিক চিকিৎসা ( HOMEOPATHIC TREATMENT)

  • বার্বারিস ভালগারিস
  • ইউফোর্বিয়া
  • ক্যান্থারিস
  • থুজা
  • মেডোরিনাম
  • ক্যানাবিস স্যাটাইভা
  • সিফিলিনাম

Post a Comment

0 Comments