সংজ্ঞা (DEFINITION)
যে কোনও কারণবশঃত মূত্রথলির অভ্যন্তরস্থ মিউকাস মেমব্রেন প্রদাহিত হলে তাকে সিস্টাইটিস বা মূত্রথলির প্রদাহ বলে।
কারণ (AETIOLOGY)
- হিম-ঠান্ডা পানিতে ভিজা
- মূত্রথলিতে পাথরী হওয়া
- মূত্র থলিতে অত্যধিক চাপ বা আঘাত লাগা
- মূত্রথলিতে বি-কোলাই, টাইফয়েড, গনোরিয়া ইনফেকশন
- স্ট্রেপটোকক্কাস , স্টাফাইলোকক্কাস ইনফেকশন
- যে কোন যৌন ব্যাধির আক্রমণ
লক্ষণ (SIGNS AND SYMPTOMS)
- তলপেটের সামনের দিকে ব্যাথা
- মূত্র থলিটি ভারী বোধ হয়
- প্রস্রাবে জ্বালা-পোড়া, প্রস্রাবের সঙ্গে পূঁজ পড়ে
- চলাফেরা ও নড়াচড়া করলে বেদনার বৃদ্ধি হয়
- সর্বদাই মূত্রবেগ কিন্তু মূত্র নিঃসরণে অতিব কষ্ট হয়
- মূত্র থলিতে খুব জ্বালা পোড়া হয়
- মূত্র লাল বর্ণ, শ্লেষ্মা ও রক্ত মিশ্রিত
- জ্বর হতে পারে
- গা বমি বমি, শীতল ঘাম, হিক্কা ও দূর্বলতা প্রকাশ পায়।
শ্রেণী বিভাগ (CLASSIFICATION)
- যদি MUSCULAR TISSUE আক্রান্ত হয় তবে interstitial cystitis
- যদি PERITONIUM আক্রান্ত হয় তবে PERICYSTITIS
- যদি CONNECTIVE TISSUE আক্রান্ত হয় তবে PARACYSTITIS
রোগ নির্ণয় এবং পরীক্ষা (DIAGNOSOS AND INVESTIGATION)
- দিনে রাতে বার বার মূত্র ত্যাগ
- ব্যাথা অনুভূত হয়
- মূত্রের সঙ্গে রক্ত পড়ে
- মূত্র পরীক্ষায় পাস সেল পাওয়া যাবে
হোমিওপ্যাথিক চিকিৎসা (HOMEOPATHIC TREATMENT)
হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। লক্ষণ সাদৃশ্যে নিন্মোক্ত ঔষধ গুলি মূত্রথলির প্রদাহ বা সিস্টাইটিস রোগে ব্যবহৃত হয়-
- প্যারিরা ব্রেভা
- চিমাফিলা আম্বেলেটা
- অ্যাসিড বেঞ্জইয়িকাম
- ইকুইজেটাম
- লাইকোপডিয়াম
- আর্সেনিক
- ক্যান্থারিস
- ক্যানাবিস স্যাটাইভা
.png)

1 Comments
আমার মূত্রনালীতে প্রস্রাব কম ধরে তাই প্রতি ঘন্টায় প্রস্রাব করতে হয়।সমাধান দিলে উপকৃত হই।ধন্যবাদ।
ReplyDelete