আর্থারাইটিস(Arthritis) কি?
গ্রীক শব্দ Arthron মানে সন্ধি বা joint এবং itis অর্থ প্রদাহ বা inflammation বুঝায়। অর্থাৎ Arthritis এর শব্দিক অর্থ সন্ধি প্রদাহ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় আর্থারাইটিস এর সজ্ঞা হল-"Arthritis is a joint disorder featuring inflammation. A joint is an area of the body where two different bones meet. A joint functions to move the body parts connected by its bones. Arthritis literally means inflammation of one or more joints." অর্থাৎ আর্থারাইটিস হল এক প্রকার প্রদাহ যুক্ত সন্ধি ব্যাধি। সন্ধি হল মানব দেহের এমন একটি স্থান যেখানে দুই বা ততধিক হাড় এক জায়গায় মিলিত হয়। অস্থি সন্ধি মানব দেহের নড়াচড়ায় সাহায্য করে। মোটকথা আর্থারাইটিস হল এক বা আকাধীক অস্থিসন্ধির প্রদাহ।
আর্থারাইটিসের শ্রেনী বিভাগ(Types of arthritis)
আর্থারাইটিস অনেক প্রকার(১০০ এর অধিক)। প্রধানতঃ
- রিউমাটয়েড আর্থারাইটিস(Rheumatoid arthritis)
- অস্টিও আর্থারাইটিস(Osteoarthritis)
- স্পন্ডিলাইটিস(spondylitis)
- গউট( Gout)
- লাম্বাগো(Lumbago) etc
আর্থারাইটিসের কারন(Causes of arthritis)
নিন্মক্ত কারন গুলি প্রধানঃ
- আঘাত(Injury)
- বিপাক ক্রিয়ার অস্বাভাবিকতা(Abnormal metabolism)
- বংশগত কারন(Inheritance)
- জীবানু সংক্রমন(Infection)
- অতিরিক্ত পরিশ্রম(Overactive immune system)
আর্থারাইটিসের লক্ষন(Symptoms of arthritis)
- সন্ধিতে ব্যাথা হয়(Joint pain)
- সন্ধি লাল বর্ণ হয়(Redness)
- সন্ধি ফুলে যায়(Swelling)
- সন্ধি কোমল ও নরম হয়(Tenderness)
- সন্ধি গরম অনুভুত হয়(Warmth)
- সন্ধি আড়ষ্ট হয়ে যায়(Locking of the jpint)
- দূর্বলতা প্রকাশ পায়(Weakness)
- জ্বর থাকে(Fever)
রিস্ক ফ্যাক্টর(Risk factors)
- Age- বয়সের সাথে সাথে বাড়ে।
- Genetics- বংশগত ভাবে অনেক সময় রোগ টি আসে।
- Gender- পুরুষ অপেক্ষা মহিলাদের ভিতর বেশী দেখা যায়।
- Overweight/ Obesity- অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া।
- Injuries- আঘাত পাওয়া।
- Infection- ব্যাক্টেরিয়া বা ভাইরাস সংক্রমন।
- Occupation- পেশাগত কারনও অনেক সময় আর্থারাইটিসের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
হোমিওপ্যাথিক চিকৎসা(Homeopathic Treatment)
হোমিওপ্যাথি একটি লক্ষন ভিত্তিক চিকিৎসা। আর্থারাইটিস রোগের ক্ষেত্রে লক্ষন সাদৃশ্যে নিন্মোক্ত ঔষধ গুলি ব্যবহারিত হয়-
একোনাইট (Aconite) : নির্দেশক লক্ষনাবলী-
- তরুন সন্ধিবাত।
- সন্ধিস্থলে ও পেশীতে কর্তনবৎ বা চিড়িকমারার মত বেদনা।
- জ্বর, অস্থিরতা, আক্রান্ত স্থান স্ফীত, আরক্ত ও প্রদাহিত।
- ক্ষুধালোপ।, মুত্র লাল, ঘাড় আড়ষ্ট চক্ষুপ্রদাহ ইত্যাদি লক্ষণে প্রযোজ্য।
ব্রাইয়োনিয়া(Bryonia) : নির্দেশক লক্ষনাবলী-
- নড়াচড়াতে বেদনার বৃদ্ধি, চুপচাপ থাকলে উপশম।
- গাত্রতাপ বৃদ্ধি, কোষ্ঠবদ্ধতা। ঠোট মুখ শুকিয়ে যায়।
- ঘন ঘন পানির পিপাসা।
- উল্লেখ্য একোনাইটের পর ব্রইয়োনিয়া সম্পুর্ণ নিরাময় দেয়।
রাস টক্স(RhusTox) : নির্দেশক লক্ষনাবলী-
- রোগ লক্ষণ বিশ্রামকালে, রাত্রিতে, প্রাতঃকালে শয্যাত্যাগের সময় তীব্রতা অনুভূত হয়।
- নড়াচড়া বা চলাফেরায় অথবা আক্রান্ত স্থানে উত্তাপ প্রয়োগে উপশম।
- বেদনা আর্দ্র শীতল বায়ূতে বাড়ে।
বেলেডোনা(Belladona) : নির্দেশক লক্ষনাবলী-
- আক্রান্ত স্থান অধিক লালবর্ণ ও স্ফীত হলে এবং
- বেদনার প্রকৃতি দপদপকর হলে ঔষধটি নির্দেশিত হয়।
- মাথাব্যাথা, চক্ষু ও মুখমন্ডল লালবর্ণ এবং বেদনা হঠাৎ আসে হঠাৎ যায়।
কলচিকাম(Colchicum) : নির্দেশক লক্ষনাবলী-
- আক্রান্ত স্থান ঘোর লালবর্ণ হয় এবং ফুলে ওঠে।
- প্রথমে বুড়ো আঙ্গুল আক্রান্ত হয়।
- সকালে প্রস্রাবের রং লালবর্ণ হয় এবং মুত্রকৃচ্ছতা থাকে।
- নড়াচড়ায় ও সন্ধ্যায় রোগ লক্ষণ বৃদ্ধি পায়।
- রন্ধনের গন্ধে গা- বমি বমি করে।
- তরুন বাত ব্যাথা ও প্রদাহ।
- শরীরের সমস্ত সন্ধি গুলো আক্রান্ত হয়।
- হাটু ফুলে যায়, সামান্য চাপে যন্ত্রনার বৃদ্ধি ঘটে।
- আক্রান্ত স্থানে গরম বা উত্তাপ সহ্য হয় না।
- আড়ষ্টতা, রোগী নড়চড়া করতে পারে না।
- পেশী বন্ধনী সংকুচিত হয় ও অঙ্গের বিকৃতি ঘটে।
- পুরাতন বাতে(Arthritis) গাটে ছোট ছোট পাথর কুচির মত এক প্রকার পদার্থ জন্মায় তাতেও গুয়েকাম উত্তম ঔষধ।
- ঋতু পরিবর্তনে, বিশেষতঃ গরমের পর শীত অথবা বর্ষায় বাতের বেদনা বৃদ্ধি পায়।
- শরীরের ছোট ছোট সন্ধি- বাহু, হাত, হাতের আঙুল, পা, পায়ের আঙুল, পায়ের তলা প্রভৃতি এক প্রত্যঙ্গের অল্প পরিসর স্থানে প্রথমে হঠাৎ বাতের বেদনা হয়,ঐ বেদনা ক্রমশঃ পেরিয়ষ্টীয়ামে ও হাড়ে পর্যন্ত অনুভুত হয়।
- ঝড়, বৃষ্টি, ব্জ্রপাতে রোগীর কষ্ট বাড়ে।
- বেদনা আরম্ভ হইবার সময় শরীরের তাপ হ্রাস পায়।
- বেদনা বিশ্রামে বৃদ্ধি এবং নড়াচড়া করিলে ও তাপ প্রয়োগে উপশম হয়।
- সর্ট-রিবের(Short rib) নিচে পেটের বাম দিকের পুরাতন বেদনায় কিছু আহার করলে বেদনার উপশম হয়।
- প্রমেহ বা শ্বেত প্রদর স্রাব বন্ধ হয়ে বাতের বেদনা হয়।
- আঙুল ও হাতের কব্জির বাত, তৎসহ বাতগুটি(Nodes)
- বেদনা যন্ত্রনা ঠান্ডায় উপশম এবং গরমে বৃদ্ধি হয়।
- মহিলাদের ক্ষেত্রে বেশী ব্যবহৃত হয়
- সমস্ত কষ্টের সাথে ডিম্বকোষের বেদনা থাকে।
- শরীরের সমস্ত মাংসলস্থানে বাতের বেদনা।
- বিশেষত দুই পায়ের ডিমে বেদনা।
- কাধে, ঘাড়ে, কোমরে, পিঠে ও পাঁজরার মধ্যে বেদনা অনুভূত হয়।
- জরায়ূ কোন পীড়ার সহিত যুক্ত হলে অধিকতর উপযোগী।
- হাত বা পায়ের আঙুলের বাতে উপকারী।
- জরায়ূ পীড়া গ্রস্ত মহিলাদের ডান কব্জিতে, ডন হাতের আঙুলের গাটে চাপ লাগার মত ব্যাথা বোধ।
- রক্তস্রাবের সাথে আঙুলের ও কব্জির বাত হলে অধিক উপকারী।
- বংশগত সাইকোসিস দোষ।
- অর্জিত গনোরিয়ার(Gonorrhoea) ইতিহাস।
- সঞ্চালনে বাতের ব্যাথা বৃদ্ধি পায়।
- পায়ের পাতা ও গোড়ালী প্রচন্ড ব্যাথা হয়।
- ডাঃ টি, ওয়াইল্ডস বলেন- "কোন রোগীর বাত হলেই বুঝতে হবে যে তার বা তার পূর্ব পুরুষগণের কখনও প্রমেহ পীড়া ছিল। অতএব পীড়াটী মেডোরিনাম প্রয়োগে উপশম হবে।"
.png)
0 Comments